পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: হলদিয়া- মেচেদা ১১৬নং জাতীয় সড়কের মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলো দু’জন।
আজ হলদিয়া- মেচেদা ১১৬ নং জাতীয় সড়কে নন্দকুমারের দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তমলুক নিমতৌড়ির কাছে সিগন্যাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি। সেই সময় পিছন দিক থেকে একটি ট্যাঙ্কার এসে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু-সহ দু’জনের। ঘটনার পর ১১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের দাবি, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।
উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষ্মণ দাস বলেন, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা। এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।