পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বছরের শেষ দিনে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কোতবাজারে। উদ্যোক্তা কোতবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও কোতবাজার যুব গোষ্ঠী।
এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন দেড়শো জন রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কুনাল ব্যানার্জি, এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্ৰাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।