আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ নভেম্বর:থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দেড় বছরের শিশু। প্রয়োজন রক্তের। তাও আবার ‘বি’নেগেটিভ। জলপাইগুড়ির ধুপগুড়িতে বাড়ি শিশুটির। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ বিভাগে ভর্তি রয়েছে শিশুটি। খবর পেয়ে ডিউটি ছেড়ে খাকি উর্দি পরেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিলেন সদর ট্র্যাফিক আইসি অমিতাভ দাস।
ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন থেকে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে। পজেটিভ রক্ত হাতে গোনা এক দুই ইউনিট থাকলেও নেগেটিভ ইউনিট রক্ত নেই। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে রক্ত দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। এদিকে রক্ত না পেয়ে শিশুটির পরিবার বিপাকে পড়ে যান। একাধিক জায়গায় রক্তের খোঁজ করেও ‘বি’-নেগেটিভ রক্তের জোগান পাচ্ছিলেন না পরিবার। অবশেষে সমাজসেবী পম্পা সূত্রধরের উদ্যোগে সদর ট্র্যাফিক আইসি অমিতাভ দাস রক্ত দানে এগিয়ে এলেন।
পম্পা সূত্রধর বলেন, “থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটির ‘বি’ নেগেটিভ রক্তের দরকার ছিল। আমি আইসি স্যারের সঙ্গে যোগাযোগ করে রক্ত জোগাড় করলাম। পুলিশ ২৪ ঘণ্টা ডিউটি করার পরেও রক্তদানে এগিয়ে এসেছেন এর জন্য তাঁকে কুর্নিশ জানাই। সবার উদ্দেশে বার্তা রক্তদানে এগিয়ে আসবেন।”
সদর ট্র্যাফিক আইসি অমিতাভ দাস বলেন, “রক্তদান আমি নিয়মিত করি। সবাইকে রক্তদান করার আহ্বান জানাই।”
শিশুটির বাবা সুভাষ দাস বলেন, “আমার ছেলের রক্তের প্রয়োজন ছিল। আইসি স্যার নিজে এসে রক্ত দিলেন আমার ছেলেকে।”