আমাদের ভারত, ১৪ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের দিন আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চাপানউতোর শুরু হয়েছে। কিন্তু কৃষক সংগঠনের নেতারা স্পষ্ট করে জানিয়ে দিলেন তাদের ট্রাক্টর মিছিল হবে শুধুমাত্র দিল্লি হরিয়ানা সীমান্তে। লালকেল্লায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্রাক্টর মিছিল হবে বলে গুঞ্জন উঠেছিল তা একেবারে নস্যাৎ করেছেন কৃষক সংগঠনের নেতারা।
কৃষক নেতারা বলছেন, ওই অনুষ্ঠানে ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ার কোনো পরিকল্পনা নেই তাদের। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা বলবীর সিং রাজেয়াল কৃষকদের দেওয়া খোলা চিঠিতে জানিয়েছেন দিল্লির বুকে ট্রাক্টর মার্চকে কিছু বিচ্ছিন্নতাবাদী ভেস্তে দিতে চায়। সেই ফাঁদে যেনো কোনো কৃষক পা না দেন।
এই মিছিলের জন্য অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি প্রজাতন্ত্র দিবসের আগের দিন দিল্লি সীমানায় আসার আবেদন জানিয়েছে।
এদিকে কৃষকদের এই ট্রাক্টর মিছিলে স্থগিতাদেশ দেওয়ার জন্য সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্র। দিল্লি পুলিশের কাছেও একটি আবেদনপত্র জমা দিয়েছে কেন্দ্র। কেন্দ্র বলেছে আন্দোলনকারীদের একটি দল প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর মার্চে পরিকল্পনা করেছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হয় তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। একই বিষয়ে সুপ্রিম কোর্টেও হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশের বিষয়টির শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই আদালত আন্দোলনকারী কৃষক সংগঠনগুলিকে নোটিশও পাঠিয়েছে। এখন দেখার দেশের শীর্ষ আদালতের এক্ষেত্রে রায় কী হয়।