আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ আগস্ট: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ঘটনা ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদ জানিয়ে বঙ্গ বিজেপি বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয়। মঙ্গলবার রাত থেকে এই বনধকে সফল করার জন্য বিজেপি জায়গায় জায়গায় প্রচার শুরু করে দেয়। সেই মত নৈহাটিতে প্রচার চালাচ্ছিল বিজেপি কর্মীরা অভিযোগ, টোটো নিয়ে প্রচার করে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জির ছেলের নেতৃত্বে সেই বিজেপি কর্মীদের মারধর করে এবং প্রচারে ব্যবহৃত টোটোটি ভাঙ্গচুর করে। এমনকি হালিশহর এলাকায় অবস্থিত বিজেপির কার্যালয় বলে চিহ্নিত সিং ভবন ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, অর্জুন সিং নবান্ন অভিযানে গিয়ে নিজের চতুর্থ স্ত্রীকে খুঁজে না পেয়ে রাগের মাথায় নিজের লোকজন দিয়ে সিং ভবনে ভাঙ্গচুর চালিয়েছে।