আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ আগস্ট: ছাত্র সমাজের নবান্ন অভিযানের পরে ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। তবে সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বনধের মিশ্র প্রভাব পড়লেও বেলা বাড়তেই ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়ার বিজেপি নেতার প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চলার ঘটনা ঘটে। রাজ্য বিজেপির ১২ ঘণ্টার বনধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। হাসপাতালে এসিপি জগদ্দল উপস্থিত হলে তাকে ঘিরে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি অর্জুন সিং- এর সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়ে পুলিশ।ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।