road safety, West Medinipur, পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে ও নিরাপত্তা সুচিনিশ্চিত করতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে বৈঠক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং পথ নিরাপত্তা সুচিনিশ্চিত করতে আজ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। জেলা শাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ, পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা, আরটিও, ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ- এর প্রতিনিধিরা, জেলার স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধিরা ও অন্যান্য আধিকারিকরা।

জেলায় পথ দুর্ঘটনা কমাতে সমস্ত আধিকারিককে দ্রুততার সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। বিভিন্ন রাস্তার পাশে পথ নির্দেশিকার যথাযথ সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইনবোর্ড -এ হেল্প লাইন নম্বর, নিকটবর্তী হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের নম্বর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাইক আরোহীদের হেলমেটের ব্যবহার সহ পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ির ফিটনেস পরীক্ষার উপরও জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *