priyo gopal bishoyi, Medinipur, প্রিয় গোপাল বিষয়ীর নতুন শাখার উদ্বোধন মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: প্রসিদ্ধ কাপড়ের দোকান প্রিয় গোপাল বিষয়ী তাদের ৯ম শাখা খুলল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের বড় বাজারে আজ সকালে এই শোরুমের উদ্বোধন হয়। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। ছিলেন প্রিয় গোপাল বিষয়ীর ডিরেক্টররা। এদিন থেকেই শুরু হয়ে যায় বিকিকিনি।

অন্যতম ডিরেক্টর বলেন, আগে আমাদের দোকানে কাপড় কিনতে যেতে হত কলকাতায়। এবার থেকে মেদিনীপুরের গ্রাহকরা মেদিনীপুর থেকেই তাদের কাপড় কিনতে পারবেন। কলকাতায় যা কালেকশন রয়েছে এখানেও সেই কালেকশন পাবে। আমরা গত বছর পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি আউটলেট খুলেছিলাম। সেখানে ভালো সাড়া পেয়েছি, তাই আমরা পশ্চিম মেদিনীপুরেও একটি শাখা খুললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *