আমাদের ভারতের, ২৪ ফেব্রুয়ারি: মহাকুম্ভকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মৃত্যুকুম্ভ’ বলায় বিতর্ক এখনও চলছে। তা নিয়ে এক্সবার্তায় মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু রবিবার রাতে লিখেছেন, “মহাকুম্ভে স্নান করার সুযোগ সকলের জীবনে আসে না। আমার দুর্ভাগ্য, আমি তা পারিনি।যাঁরা পেরেছেন তাঁদের অভিনন্দন। তাই বলে এই পুন্যস্নানকে মৃত্যুকুম্ভ বলা, ভাবা যায়? আর মুখ্যমন্ত্রী হয়ে ডাহা মিথ্যে কথা বলা, “হাজার হাজার লোক ভেসে গেছে!” সব শুধু মুসলমান ভোটের লোভে। #নির্লজ্জ”
প্রসঙ্গত, মহাকুম্ভে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী৷ যোগীরাজ্যে মহাকুম্ভ মেলাকে ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ ১৮ ফেব্রুয়ারি বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, “মহাকুম্ভ আমি নাই বা বললাম৷ ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে৷ মৃত্যুকূপের মতো।”