আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে আজ সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও এলাকার কিছু কাউন্সিলর।
এর আগে শনিবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সন্ধ্যা নামতেই যাদবপুর এইট বি বাস টার্মিনাসের সামনে রাস্তা অবরোধে বসে পড়েন। এর পর বের হয় তৃণমূলের মিছিল। উভয়ের জেরে নিত্যযাত্রীদের প্রবল চাপে পড়তে হয়। দেখা দেয় যানজট।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন যাদবপুরে দু’দলের ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফাটে। আহত হন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।
পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা প্রসঙ্গে ব্রাত্যবাবু সংবাদমাধ্যমকে বলেন, “এটা যদি উত্তরপ্রদেশে হত, কোনও ছাত্র সংগঠন এই কাজ করতে পারত? আজকের যে ঘটনা, আমরা চাইলেই পুলিশ ডাকতে পারতম। কিন্তু আমি বারণ করেছি, শিক্ষাঙ্গনে যেন এক জনও পুলিশ না প্রবেশ করে।”
এর পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, “যাঁরা আজ অধ্যাপকদের উপর আক্রমণ করছেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে ক’টা পদক্ষেপ গ্রহণ করেছেন? তাঁরা তৃণমূলের অধ্যাপকদের উপর আঘাত করতে চান, কিন্তু বিজেপির ব্যাপারে তাঁরা নিশ্চুপ থাকেন।”