আমাদের ভারত, আরামবাগ, ৩০ ডিসেম্বর:
এনআরসি ও সিএএ’র প্রতিবাদে আরামবাগে তৃণমূলের এক বিশাল মিছিল হয়ে গেল সোমবার বিকেলে। মিছিলটি গোঘাটের তেলি গ্রাম থেকে শুরু হয়ে গোঘাটের পাতুলসারা, মথুরাপুর হয়ে তেলিগ্রামে মিছিলটি শেষ হয়। এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যোগদান করেন। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক মানস মজুমদার, তৃণমূল নেতা মনোরঞ্জন পাল, নারায়ণ পাজা, তপন মন্ডল সহ আরো অনেকে।
এদিন গোঘাটের বিধায়ক মানস মজুমদার বলেন,
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এনআরসির বিরুদ্ধে এই মহা মিছিল হয় তারই সাথে একটি জনসভা করা হয়।