আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ এপ্রিল: নয় শতাধিকের বেশি জীবনদায়ী ওষুধের দাম লাগাম ছাড়া বৃদ্ধি ও ওষুধ বিক্রির ক্ষেত্রে জিএসটি লাগু করার প্রতিবাদে আন্দোলনে নামলো জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদ৷ কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তে ওষুধে লাগামছাড়া মূল্যবৃদ্ধি করায় সাধারণ মানুষ চরম বিপাকে পরেছেন। শুক্রবার শহরের আনন্দচন্দ্র কলেজ ও প্রসন্নদেব মহা বিদ্যালয়ের তৃণমূলের ছাত্র ইউনিটের তরফে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কলেজের ছাত্র ছাত্রীরা।
এ দিনের আনন্দচন্দ্র কলেজের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নায্য মূল্যে ওষুধের দোকান থেকে সাধারণ মানুষকে কম দামে ওষুধ দিচ্ছেন। ঠিক সেই সময় কেন্দ্রের বিজেপি সরকার ওষুধের দাম একশো শতাংশ বৃদ্ধি করছে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন। আমাদের দাবি দ্রুত ওষুধের দাম কমানো হোক।”