স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ মার্চ:
বোমা বাঁধতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনি কলকাতার নীলরতন হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার ছোট বালিডাঙ্গা এলাকায়।
সূত্রের খবর, নদিয়ার চাপড়া থানার ছোট বালিডাঙ্গা এলাকার বাসিন্দা নাগা শেখ এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার রাতে এলাকার পাশের একটি মাঠ থেকে বিকট আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বছর ৫৫- র নাগা সেখ। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় নাগা সেখ’কে উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর তাকে কলকাতার নীলরতন মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। যদিও সঠিক কি কারণ তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।