‘জনতা কারফিউ’ পালনে পুরুলিয়া শহরের দরজায় দরজায় গুপি বাঘার গান

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ মার্চ: করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে ‘গুপি বাঘা’ পুরুলিয়া শহরে প্রচার শুরু করল। বাড়ির দরজায় গিয়ে গানের মধ্য দিয়ে অভিনব এই প্রচার সজাগ করছে বাসিন্দাদের। 

সারা বিশ্বব্যাপী মহামারী ভাইরাস করোনার প্রকোপ থেকে সংক্রমণ রোধ করা এর প্রধান উদ্দেশ্য। সচেতেন করে তোলার জন্য স্থানীয় ভাষায় রচিত গুপির গান আর সঙ্গত বাঘার ঢোল আকর্ষণ বাড়িয়ে তুলছে মহল্লায়। ‘জনতা কারফিউ’ পালন অর্থাৎ জনগণের গণজাগরণের উদ্দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়ির বাইরে না বের হওয়া এবং স্বাস্থ্য আচরণ বিধি মেনে চলার আর্জি ফুটে উঠছে কিশোর গুপির গানে।  


     
এই প্রচারের উদ্যোক্তা নাট্য নির্দেশক সুদিন অধিকারীর কথায়, ‘জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই মানব ধর্ম পালনে উৎসাহী হই। সমাজকে করোনা মুক্ত রাখতে আমাদের সকলকে দায়বদ্ধ ও দায়িত্বশীল হতে হবে। সামান্য অসচেতনতা সমগ্র মানব জাতির বিপদের কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ও পরামর্শ নিয়ে প্রচারের সঙ্গে গুজবের বিরুদ্ধেও এই বিশেষ অভিযান করছি। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *