Sukanta Majumdar, BJP, হাতে সময় কম, কিন্তু পৌঁছতে হবে জেলায় জেলায়, তাই এবার আকাশ পথেই ভোট প্রচারে যাবেন বঙ্গ বিজেপির সেনাপতি

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ৪ মে: মোদী দাবি করেছেন বাঙালির হৃদয়ে বিজেপি জায়গা করে নিয়েছে। তাই বাংলা থেকে বিজেপির আসন সংখ্যা এবার নিশ্চিত বাড়বে। এই লক্ষ্য নিয়েই বঙ্গ বিজেপি দিন রাত এক করে খাটছে। ইতিমধ্যেই দু-দফার ভোট হয়েছে। নিজের কেন্দ্রে ভোট শেষ হতেই রাজ্যের অন্য কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি। ছুটছেন দক্ষিণ বঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।‌ আজ থেকে কেবল ট্রেনে বা গাড়িতে নয়, ভোটের প্রচারে যেতে বিজেপির রাজ্য সভাপতির জন্য বরাদ্দ হয়েছে হেলিকপ্টার। এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কোনো নেতাকে হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়নি। কিন্তু অল্প সময়ের মধ্যে একাধিক জেলায় পৌঁছে যেতে সুকান্ত‌ মজুমদার এবার হেলিকপ্টার ব্যবহার করবেন।

কাল বর্ধমান তো আজ পুরুলিয়া। মানুষের কাছে পৌছানোয় কোনো খামতি রাখতে চাইছেন না তিনি। তবে সেক্ষেত্রে তাঁর ভরসা ছিল গাড়ি বা ট্রেন। এতদিন সুকান্ত মজুমদারকে এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছতে মূলত গাড়ি ব্যবহার করতেই দেখা গেছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরে যেতেন ট্রেনে। কিন্তু এখন হাতে সময় কম, আরও ৫ দফার ভোট বাকি, ফলে অনেক জায়গায় ছুটতে হবে। যাতে আরো বেশি বেশি মানুষের কাছে, দলের কর্মীদের কাছে সুকান্ত মজুমদার পৌঁছে যেতে পারেন তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করল দল।

এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কোনো নেতৃত্বকে ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়নি। এই প্রথম সুকান্ত মজুমদার এক জেলা থেকে অন্য জেলায় ছুটবেন হেলিকপ্টারে। শনিবার সকালেই দমদম থেকে পুরুলিয়া গেছেন সুকান্ত মজুমদার হেলিকপ্টারে। মূলত কম সময়ে অনেক বেশি জায়গায় যাতে তিনি পৌঁছে যেতে পারেন সেই কারণের দলের তরফে এই পদক্ষেপ। বলাই বাহুল্য, দল মনে করছে সুকান্ত মজুমদারের মতো নেতা যত বেশি করে মানুষের কাছে যাবেন মানুষ তত বেশি পদ্মের দিকে ঝুঁকবেন। কারণ ইতিমধ্যেই তার একটা ফেসভ্যালু তৈরি হয়েছে রাজ্য রাজনীততে। আদ্যপ্রান্ত এক বাঙালি ভদ্রলোকের ছাপ রয়েছে সুকান্ত মজুমদারের মধ্যে। আবার অধ্যাপক হবার কারণে শিক্ষিত বাঙালির কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে সংগঠনকে‌ বেশ‌কিছুটা গুছিয়ে এনে কাজ করার চেষ্টা তিনি করেছেন সভাপতি হবার পর থেকেই। মারাত্মক পরিশ্রমী, সারাদিন দলের জন্য সময় দেওয়া সুকান্ত মজুমদার ধীরে ধীরে কর্মীদের ভরসার জায়গা হয়ে উঠেছেন। তাই রাজ্যের যে যে কেন্দ্রে ভোট এখন বাকি সেখানে সুকান্ত মজুমদারকে পৌঁছে দিতে চাইছে দল। আর সেই লক্ষ্যেই তাঁর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা।

এত দিন মিঠুন ও কেন্দ্রীয় নেতা মন্ত্রী ছাড়া রাজ্য বিজেপির কাউকে হেলিকপ্টার ব্যবহার করতে দেখা না গেলেও এবার তার ব্যতিক্রম ঘটল সুকান্ত মজুমদারের হাত ধরেই। দলের এই পদক্ষেপ থেকে স্পষ্ট, দল তাঁকে একাধারে একজন স্টার ক্যম্পেনার হিসেবে যেমন তুলে ধরতে চাইছে তেমনি তাঁর লড়াকু ইমেজকে কাজে লাগিয়ে কর্মীদের মনোবল বাড়াতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *