আমাদের ভারত, ৪ মে: নির্বাচন চলাকালীন বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগে সরব হয়েছেন নেটনাগরিকরা। শনিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড (ডব্লুবিএসইডিসিএল)-এর তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হল, এই রটনা অসত্য।
ডব্লুবিএসইডিসিএল-এর ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ প্রতিম মুখার্জি জানান, “গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। মাননীয় কমিশন গত ৬-৩-২০২৪ তারিখে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ডব্লুবিএসডিসিএল-এর মাসুলহার মঞ্জুর করেছেন। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয়নি।
ডব্লুবিএসইডিসিএল-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনো কোনো মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য। এই ধরনের অপপ্রচারে কোনরূপ গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে।
এই ব্যাপারে কোনও প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। গ্রাহকদের আবারও জানানো হচ্ছে কোনও রকম অসত্য প্রচারে বিভ্রান্ত হবেন না, বিদ্যুতের মাশুল একই আছে।”