সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মে: নির্বাচনী প্রচারে বেড়িয়ে সামাজিক কর্মসূচি সারলেন এবং গ্ৰামবাসীদের উদ্বুদ্ধ করলেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। আজ তিনি প্রচারে বেড়িয়ে বৃক্ষরোপন করলেন। গত একমাসের অধিককাল ধরে তিনি প্রত্যহ গ্ৰামে গ্ৰামে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আজ তিনি ইন্দপুরের ছেলেগোড়া গ্ৰামে যান। সেখানে আবালবৃদ্ধবনিতা তাকে সাদর অভ্যর্থনা জানাতে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। কথা প্রসঙ্গে তাপপ্রবাহ ও জলসংকটের কথা উঠে আসে।
এপ্রসঙ্গে তিনি জানান, গাছ কেটে সাফ করার পরিণতি।এর হাত থেকে রেহাই পেতে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটা একটা সামাজিক আন্দোলন।সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি সেখানে গাছ লাগান। তার এই প্রয়াসে উজ্জীবিত গ্ৰামবাসীরা গাছ লাগানোর অঙ্গীকার করেন।