আমাদের ভারত, ৪ মে: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন আগে। নেই আর তারকা প্রচারকের তকমাও। এই পরিস্থিতিতে শনিবার সকালে ভিন্ন মুডে ধরা দিলেন কুণাল ঘোষ। ফের আশ্রয় নিলেন সত্যজিৎ রায়ের সৃষ্টিতে। ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির ‘এক যে ছিল রাজা’ গাইলেন তিনি। গানে গানে কাকে বার্তা দিলেন কুণাল, বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। একটি সংবাদ চ্যানেলে এই ভিডিও পোস্টের পর প্রথম ৩০ মিনিটে সেটির দর্শক হয়েছে ৩,৬০০।
কুণাল ঘোষের পদ হারানো নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর চলছে। নিজেই গানটি মোবাইলে রেকর্ড করেন কুণাল ঘোষ। বেশ হালকা মেজাজেই দেখা যায় তাঁকে। গানে গানে ‘রাজা’ বলে কাকে উল্লেখ করলেন? কী-ই বা বার্তা দিলেন? তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন। পদহারা কুণালের কণ্ঠে এই গান যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলছে রাজনৈতিক কারবারিরা। নেটনাগরিকরাও তাঁদের মতামত জানাচ্ছেন। যদিও সেগুলোর বেশির ভাগই কুণাল-বিরোধী মন্তব্য।