রাতের অন্ধকারে পুড়ে ছাই তিনটি দোকান, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ নভেম্বর: বিজেপির বুথ সভাপতির ফলের দোকান সহ আরও দুটি দোকানে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের নেতাজি নগর বাজারে পরপর তিনটি দোকান বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবজি দোকান, ফল দোকান, ও পানের দোকান আগুন লেগে পুড়ে যায়।

ফল ব্যবসায়ী আবিরাম সামন্ত বল্লুক ২ নম্বর অঞ্চলের ৭৩ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। তার অভিযোগ শর্ট সার্কিটে কোনওভাবে আগুন লাগার প্রশ্নই নেই। যেহেতু আমি বিজেপির বুথ সভাপতি তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল জানান, বল্লুক অঞ্চলে বিজেপির বুথ সভাপতি ভালো কাজ করছে। ওখানে বিজেপির বাড়বাড়ন্ত আটকানোর জন্য তৃণমূলের দুষ্কৃতিরাই বিজেপির বুথের সভাপতির ফল দোকান সহ গরিব লোকের অন্য দুটি দোকানে আগুন লাগিয়েছে। বিজেপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো।

যদিও তৃণমূলের বল্লুক অঞ্চলের প্রধান উত্তম বর্মন জানান, ওখানে যদি বিজেপির একজন কর্মীর দোকান থাকে সেখানে আমাদের কর্মীরও দোকান রয়েছে। তাহলে আমরা কেন ওদের দোকান সহ তৃণমূলের কর্মী দোকান পোড়াতে যাব। আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না। এখানে কোনো দলের ব্যাপার নেই। এখানে কোনো রং দেখার দরকার নেই। আসলে গরিব মানুষের দোকান পুড়েছে। আমরা পুলিশ এবং বিডিও কে জানিয়েছি পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দোকানে আগুন লাগার ঘটনায় ঘিরে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *