পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে মৃত্যু হল ৩ জনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসলপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন ধান জমিনে কাজ করার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে, তারপর বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। সেই সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে মৃত্যু হয় এক মহিলা ও দুই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যাক্তির নাম সমীর হাঁসদা। দু’জনেরই বাড়ি বেলদা থানার রসলপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দু’জন ধান জমিতে কাজ করছিলেন। সেই সময় শুরু হয় বজ্রবিদ্যু প্রবল বৃষ্টি। তারপর বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুতর আহত হন তারা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ।
পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় (৬২) বছর বয়সী বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দ্রমোহন শিট। খবর পেয়ে মৃতদে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ।