আমাদের ভারত, নদিয়া, ৮ মে: জাতীয় সড়কের উপর পরপর তিনটি গাড়িতে আগুন। সাত সকালে পরপর তিনটি গাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় দমকল এবং পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কে।
জানা যায়, বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় সার বোঝাই একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল। হঠাৎ একটি টোটো গাড়ি এসে ওই পাঞ্জাব লরিতে ধাক্কা মারতি আগুন লেগে যায় টোটো গাড়িতে। সেই আগুন আচমকা দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায়। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাঁপড় বোঝাই গাড়ি। পাশ দিয়ে যাওয়ার সময় সেই গাড়িটিতেও আগুন লেগে যায়। নিমেষের মধ্যে তিনটি গাড়িতেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গুরুতর জখম হয় টোটোর চালক। তাকে স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা সার বোঝাই গাড়ির চালক এবং খালাসি তখন চা খাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। অন্যদিকে চিপস এবং পাঁপড় বোঝাই গাড়ির চালক এবং খালাসি তাদের গাড়িতে আগুন লেগেছে দেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপর এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। প্রায় দুই ঘন্টা ধরে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একটি ইঞ্জিন। এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন। এখনো দুটি গাড়িতে আগুন জ্বলছে। অন্যদিকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান টোটো গাড়ির ব্যাটারি থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে কী কারণে হঠাৎ আগুন লাগলো তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।