Modi, meeting, complaint, INTTUC, মোদীর সভার আগে বনগাঁ রুটে বাস মালিকদের হুমকি, অভিযোগ তৃণমূলের আইএনটিটিইউসির নেতার বিরুদ্ধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ মার্চ: আর দিন কয়েক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা উত্তর ২৪ পরগনার বারাসতে। তা সফল করতে প্রচারও শুরু করেছিল বিজেপি। ইতিমধ্যে বাস ভাড়ার জন্য অগ্রিম টাকাও দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের তোলাবাজ আইএনটিটিইউসি নেতার হুমকির কারণে সেই সব বাস মালিকরা বাস দিতে চাইছে না এমনই অভিযোগ করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল।

আগামী ৬ তারিখ বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর নারী শক্তি বন্ধনার সভা। সেখানে সন্দেশখালির নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে যাওয়ার বাস না দেওয়ার অভিযোগ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল। তিনি বলেন, বারাসাতে প্রধানমন্ত্রীর সভাতে আমাদের কর্মী সমর্থকরা যাবেন। বাস মালিক ও শ্রমিকদের বাস দেওয়াতে কোনো আপত্তি নেই। সেই মতো অগ্রিম টাকাও দেওয়া হয়েছে বাস মালিকদের। কিন্তু আচমকা বাস মালিকরা আমাদের জানায় তারা বাস দিতে পারবেন না। দেবদাসবাবু অভিযোগ করেন, বাস মালিকদের হুমকি দিয়েছে তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাতে যাওয়াতে কেউ আটকাতে পারবে না। তৃণমূলের অনেক নেতাই আটকাতে পারেনি, এতো সামান্য ভুঁইফোড় তোলাবাজ নেতা।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। তিনি বলেন, যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা জনেই না কিভাবে সভাতে যাওয়ার জন্য বাসের অনুমতি করাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *