আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৪ মার্চ : বিশ্বশান্তি কামনায় জলসার আয়োজন করা হয়েছিল বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের বনরামপুর সন্তোষপুর গ্রামে। আন্তর্জাতিক সুন্নি সম্মেলন উপলক্ষ্যে ওই জলসার আয়োজন করা হয়। প্রায় লক্ষধিক মানুষ জলসায় উপস্থিত হয়েছিলেন। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি সকল ধর্মের মানুষ বিশ্বশান্তি কামনায় পবিত্র অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন বলে উদ্যোক্তাদের দাবি।
এই বিশাল জলসায় উপস্থিত হয়েছিলেন মুসলিম ধর্মের
সর্বশ্রেষ্ঠ ধর্মস্থান সুদূর আরবের মক্কা শরিফের মৌলানা উমর ফাকে হানি। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ভারতবর্ষের অন্যতম আজমের শরিফের পীরজাদা মেহেদী মিয়া। বাংলাদেশ থেকে এসেছিলেন মৌলানা ইরশাদ আহমেদ, আব্দুল আজিজ, শামীম রাজা, উত্তর প্রদেশ থেকে এসেছিলেন মুবারক ইউনিভার্সিটির প্রফেসর হজরত মুফতি সাদারুল ওয়ারা।
এই বিশাল আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোক্তা সমাজসেবী, ব্যবসায়ী আসগর আলি বলেন, “আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য বিশ্বশান্তি। হানাহানি, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা চাই সারা পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ একত্রিত হয়ে শান্তিতে জীবন যাপন করুক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে, সাধারণ অসহায় মানুষের প্রাণ যাচ্ছে। আমরা ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের পীরজাদা, মৌলানা, মুফতিদের মতো ধর্মগুরুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা আমাদের আবেদনে সাড়া দিয়ে আল্লাহর কাছে সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছেন। আমি বিশ্বাস করি তাঁদের একত্রিত দোয়া সৃষ্টিকর্তা আল্লাহ কবুল করবেন।”
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহঃ বাকিবুল্লা বলেন, “হিংসা ভুলে আমরা সকল জাতির মানুষ শান্তিতে বসবাস করতে পারি এই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানের উদ্যোক্তারা জলসার আয়োজন করেছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো সকলে মিলেমিশে শান্তিতে আল্লাহর দেখানো পথে যেন চলতে পারি।” জলসায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জলসা উপলক্ষ্যে এলাকায় মেলা বসেছিল। সারা রাত ধরে চলে জলসা।