আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ মে: শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশন আশ্রমের রামকৃষ্ণ হাউজে হামলার চালানো ও ডাকাতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানা। ধৃতরা হলেন শম্ভু দাস, দেবাশিস সরকার, রাজীব বসাক, শুভম মোহন্ত ও শ্যামল বৈদ্য। রাজীব মাটিগাড়ার বাসিন্দা, বাকিরা সকলে ভক্তিনগরের বাসিন্দা।
বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) কোর্টে মামলাটি উঠেছিল। ভক্তিনগর থানা পাঁচজনকে গ্রেফতার করে আদালতে হাজির করে। সকলকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। বিচারক রতন কুমার গুপ্তা পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন, জানালেন সহকারি সরকারি আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায়। তিনি বলেন,”ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলা, কর্মীদের মারধর, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। মহারাজের অভিযোগের ভিত্তিতে মামলা হয়। পুলিশ ডাকাতির মামলা যুক্ত করার আবেদন জানায় যেটা মঞ্জুর হয়েছে। ধৃতদের সাতদিনের হেফাজত চেয়েছিল পুলিশ। পাঁচ দিন পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। অন্যদিকে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে প্রদীপ রায় এখনও পলাতক।”
অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক বলেন, “যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত নয়। এদের বিরুদ্ধে এফআইআর এ নাম নেই। এদেরকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। ডাকাতির মামলা করা হয়। এটা ডাকাতির মামলা হয় না। এরা সকলে নির্দোষ।”