পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মে: শুভেন্দুর পর এবার হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বাড়িতে হানা পুলিশ। এই ঘটনায় বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বাকবিতন্ডা পুলিশের।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমোঘ্ন দের খড়গপুরের তালবাগিচা এলাকার বাড়িতে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হানা দেয় বিশা পুলিশ বাহিনী।
খবর পেয়ে রাতেই তমোঘ্ন দের বাড়িতে ছুটে আসেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। তারপরেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণ। পুলিশ সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওর তদন্তে উঠে আসে ভয়েস মডিউলেশনের মাধ্যমে তমোঘ্ন ওই অডিও ছড়িয়ে। ওই ঘটনায় তথ্যপ্রযুক্তি-প্রতারণার আইনে মামলা রুজু করে ঘাটাল থানার পুলিশ।
তারপর মঙ্গলবার রাতে পুলিশ তদন্তের জন্য তমোঘ্ন দের বাড়িতে পৌছয়। সেই খবর পেয়ে হিরণ চট্টোপাধ্যায়ও সেখানে যায়। তারপরেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের সঙ্গে হিরণ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ চলে তর্ক-বিতর্ক। তারপরে পুলিশ চলে যায়। হিরণের অভিযোগ, শুধু আমার সম্পাদক নয়, ঠিক একই সময়ে আমাদের পার্টির সাধারণ সম্পাদক তমোঘ্ন ঘোষ তার মেদিনীপুরের বাড়িতে হামলা করে।
হিরণ বলেন, তমোঘ্ন ঘোষের পাশাপাশি কেশপুরের আনন্দপুর সহ একাধিক এলাকায় পুলিশ বিজেপি নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে। ওসি আমাকে আইনি কাগজ দেখাতে পারেনি। যদি কোনও কারনে আমার আপ্তসহায়ক বাড়ির গেট খুলে দিত পুলিশ পিস্তল কিংবা গাঁজা, বোম রেখে কেস দিয়ে দিত। পাশাপাশি দেবকে খোঁচা দিয়ে বলেন, তিনি পুলিশকে দিয়ে এসব কাজ করাচ্ছেন।