আমাদের ভারত, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: দেখতে দেখতে ১১তম বর্ষে পৌঁছে গেল ‘স্বাধীনতা দিবস উদযাপন সমিতি’ পরিচালিত দুর্গা পুজো। প্রতি বছরের মতো এবছরেও কাঁকুড়গাছি সি আই টি রোডের সংযোগস্থলে পুরোদমে চলছে মাতৃ আরাধনার যাবতীয় তোড়জোড়।
মাঝেমধ্যে যদিও বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তবু পুজোর আয়োজন করতে কোমর বেঁধে নেমে পড়েছেন স্বাধীনতা দিবস উদযাপন সমিতির উদ্যোক্তারা। থেমে নেই শিল্পীরা। কেননা হাতে গোনা আর মাত্র ক’টা দিন বাকি। ১১ তম বর্ষে তাদের ভাবনা, ‘তরঙ্গ অপার’।
‘স্বাধীনতা দিবস উদযাপন সমিতি’-র সম্পাদক অমল হাজরা জানালেন, আমরা শহরের কোলাহলের মধ্যে বরাবর অন্যরকম কিছু উপহার দিতে চাই। এ বছরেও তার ব্যতিক্রম নেই। সাধ ও সাধ্যের মধ্যে সমতা রেখেই আমাদের পুজোর আয়োজন করা হয়। এ বছরে আমাদের ভাবনা, ‘তরঙ্গ অপার’।
আসলে মানুষ তো সব সময় প্রাণের ঠাকুরকে খোঁজেন।
সহজ পথে, সহজ কথায়, কীভাবে তাঁকে খুঁজে পাওয়া যায়, সেটা জানতে আসতে হবে স্বাধীনতা দিবস উদযাপন সমিতির মণ্ডপে। এই সরল ভাবনাকে আরও মধুময় করে তুলতে ব্যবহার করা হয়েছে একতারার সুর। মোট কথা, বাংলার উৎসবে বাংলার শিল্পকেই ব্যবহার করা হয়েছে।
পুজোর উদ্যোক্তারা জানালেন, এবছর তাদের মণ্ডপ সেজে উঠবে একতারা ও পোড়ামাটির ডুগি, তবলার বাহারে। প্রায় দুশোরও বেশি বাদ্যযন্ত্র ও একতারা দেখা যাবে মণ্ডপসজ্জায়। এভাবেই মাটির সাজে সেজে উঠছে মায়ের মণ্ডপ। বেজে উঠছে মন ভালো করা বাদ্যযন্ত্রের সুর। আর মাটির আবহে এভাবেই শহর কলকাতাকে নতুন কিছু উপহার দিতে চলেছেন ‘স্বাধীনতা দিবস উদযাপন সমিতি’।