আমাদের ভারত,২৮ জানুয়ারি: এবার নাম পরিবর্তিত হলো রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের। আজ থেকে মুঘল গার্ডেনের নতুন নাম হলো অমৃত উদ্যান। ২৮ জানুয়ারি শনিবার এই নামকরণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে ২৯ জানুয়ারি রবিবার আনুষ্ঠানিকভাবে অমৃত উদ্যানের উদ্বোধন করা হবে। এরপর সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে।
স্বাধীনতার ৭৫তম বর্ষে অমৃত মহোৎসব উদযাপন করছে গোটা দেশ। সেই অমৃত মহোৎসবকেই তুলে ধরতে কেন্দ্র সরকার রাষ্ট্রপতি ভবনে ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের নতুন নামকরণ করল অমৃত উদ্যান নামে।
আগামীকাল ২৯ জানুয়ারি রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের উদ্বোধন করবেন। তারপর আগামী দু’মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬শে মার্চ পর্যন্ত সাধারণ মানুষের জন্য এই উদ্যান খোলা থাকবে।
এর আগে দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ করা হয়েছে। ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সমস্ত জায়গা থেকে ঔপনিবেশিক মানসিকতার প্রভাব বাতিল করা উচিত। তারপরেই দিল্লির রাজপথের নাম বদল করে কর্তব্য পথ করা হয়, রেসকোর্সের নাম লোকমান্য মার্গ হয়। এবার মুঘল গার্ডেনের নাম বদল করা হলো।