পুরীর জগন্নাথের রথের সঙ্গে মমতার কর্মকাণ্ডের তুলনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জানুয়ারি: কখনও মা সারদা দেবী, কখনও রানি রাসমণি। এবার পুরীর জগন্নাথের রথের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের তুলনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এই নিয়ে ফের রাজ্য রাজনীতিতে সালোচনার ঝড় উঠেছে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।

শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগরে তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে পুরীর জগন্নাথের রথের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, জগন্নাথের রথের দড়ি প্রথম টানতে পারেন সমুদ্রে যারা মাছ ধরে তারা। তারপর ছুঁতে পারেন সকলে। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকেননি মন্ত্রিসভা নিয়ে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের কাছে। এর পাশাপাশি ওই মঞ্চ থেকে তিনি বলেন, শান্তনু অস্বস্তিতে আছে। সিএএ লাগু করতে পারবে না। শুধু মিথ্যা বলে এই এলাকার মানুষকে ভুল বিঝুয়েছেন।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত রত্ন দেওয়ার দাবি জানালেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত রত্ন দেওয়ার দাবি জানাচ্ছি। বিশ্বজিৎ দাসের এই দাবিকে মেনে নিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেই এই কথা বলেছেন বিশ্বজিৎ দাস। যদিও মন্ত্রী বক্তব্য রাখার সময় সভায় আসা তৃণমূল কর্মী সমর্থকদের একে একে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, মানুষের টাকা লুট, বেকার ভাই বোনদের চাকরি লুট, চাল লুট, সারদার টাকা লুট, প্রধানমন্ত্রী আবাস যজোনার টাকা লুটের জন্য ভারত রত্ন না পেলেও অবশ্য একটা রত্ন পাওয়া উচিৎ এই রাজ্যের মন্ত্রীদের। তবে সময় এসেছে মানুষে ঠিক বিচার করবে কি রত্ন পাওয়া উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *