আমাদের ভারত, ৩০ জুন: গত দু’বারের মধ্যে এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবুও গত দু’বারের চেয়ে এবার তিনগুণ বেশি কাজ করবে বলে দাবি করেছে তৃতীয় মোদী সরকার। প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর রবিবার আবার মন কি বাত অনুষ্ঠান শুরু করে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, “২০১৪- ২০১৯ এরপর ২০২৪। সেবা করার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি গত দু’বারের চেয়েও এবার আমরা তিনগুণ বেশি কাজ করবো।” এ প্রসঙ্গে নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেছেন, “শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে না। মানুষ কাজ চায়। তাই যারা কাজ করে মানুষ তাদেরকেই ক্ষমতায় ফিরিয়ে আনে।”
মোদী দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। দেশের ৬৫ কোটি মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন।
আজ ছিল মন কি বাত অনুষ্ঠানের ১১১তম পর্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেন, সকলকে মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আপনারাও প্রত্যেকে নিজের মাকে সঙ্গে নিয়ে বা মায়ের নামে একটি করে গাছ লাগান। মাতৃভূমির যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মত যত্ন নেবেন।
মোদী স্মরণ করিয়েছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল সন্তানের প্রতি মায়ের স্নেহ, দরদ। সকলের জীবনে মায়ের মর্যাদা সবথেকে বেশি। তিনি দুঃখ কষ্ট সহ্য করেও তার সন্তানকে লালন পালন করেন। মোদীর কথায়, জন্মদাত্রী মায়ের এই ভালোবাসার মতোই মাতৃভূমির ঋণও আমরা কেউ শোধ করতে পারবো না। সকলকে মায়ের মতো করে মাতৃভূমির প্রতি যত্নশীল হতে হবে।