আমাদের ভারত, ২৩ জানুয়ারি: অস্ট্রেলিয়ায় আবারও খালিস্থান পন্থীদের নিশানায় হিন্দু মন্দির। খালিস্থানি সমর্থকরা আরো একটি হিন্দু মন্দিরে ভাঙ্গচুর চালিয়ে ভারত ও হিন্দু বিরোধী স্লোগান লিখে দিয়েছে বলে জানা গেছে। এই নিয়ে হিন্দু মন্দিরে হামলার এটি তৃতীয় ঘটনা অষ্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার প্রশাসন হিন্দু মন্দিরে তৃতীয় বার হামলার এই ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। এর আগে পরপর দুটি একই ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। অস্ট্রেলিয়ার হিন্দুদের একটি টুইট অনুসারে মেলবোর্নের অ্যালবার্ট পার্কের একটি ইসকনের মন্দিরের দেওয়াল শ্লোগান লিখে বিকৃত করা হয়। টুইটে বলা হয়েছে অ্যালবার্ট পার্কের ইস্কন মন্দিরের দেওয়ালে খালিস্থান নিয়ে একাধিক কথা লেখা হয়েছে।
3rd attack on Melbourne Hindu temple by terror-linked miscreants.Incompetence of @vicpolice emboldens Khalistanis as they brazenly release video of act. Graffitti sprayed on Iskon's Albert Prk temple glorifying Bhindranwale,Khalistan;death to 'Hindustan' in build up to referendum pic.twitter.com/ba4jZo8fpx
— Australian Hindu Media (@austhindu) January 22, 2023
অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যমে এই নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সোমবার ভোরের দিকে মন্দির পরিচালন কমিটি দেখতে পায় মন্দিরের দেওয়ালে কিছু লেখা রয়েছে এবং বাইরের দিকে ভাঙ্গচুরও করা হয়েছে। উপাসনার জায়গায় এই ধরনের হামলার ঘটনায় তারা ক্ষুব্ধ। ক্ষোভ প্রকাশ করেছেন মেলবোর্নের হিন্দুরাও। তারা বলেছেন সেখানকার খালিস্থান পন্থীদের যেনো কোনো ভাবেই আর উৎসাহিত করা না হয়। এর আগে মিল পার্কের স্বামী নারায়ণ মন্দিরের দেওয়ালেও হিন্দু বিরোধী স্লোগান লেখা হয়েছিল। তারা এক সপ্তাহের মধ্যে ক্যারাম ডাউন্সের শিব বিষ্ণু মন্দিরেও খালিস্থানপন্থী স্লোগান লেখা হয়।
ভারতের নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও ফ্যারেল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, সকলের বাক স্বাধীনতায় তাদের সমর্থন থাকলে এই ধরনের ঘটনাকে তারা সমর্থন করেন না। ভারত সরকারের তরফে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।