আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: বন্যার জন্য দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ও ডিভিসি-কে লাগাতার আক্রমণে প্রশ্ন ও বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। মঙ্গলবার এ নিয়ে ফের তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “পাঁচ বছর ইঞ্জিনিয়ারিং কলেজে যা water resource engineering শিখেছিলাম তা পাঁচ মিনিটের সংকীর্ণ রাজনীতি-আশ্রিত বচনে পুরো উল্টে দিলেন মাননীয়া।
মমতা দেবী, পশ্চিমবঙ্গকে আপনার হুকুমে ওঠবস করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু প্রকৃতির নিয়ম অলঙ্ঘ্য। সংক্ষেপে: যে দামোদর ঝাড়খণ্ডে সেই দামোদরই পশ্চিমবঙ্গেও। তাই ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে জল সেই নদী দিয়ে বয়ে আসবেই, এখানে প্লাবন হবেই। নদীর উপর আরো দশটা বাঁধ বানালে হয়তো খানিকটা সামলানো যেত। কিন্তু তাতে অন্য সমস্যা হত, সে আপনি বুঝবেন না।
তাই “ডিভিসি থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে নেব” ইত্যাদি শূন্যগর্ভ আস্ফালন না করে নিজের রাজ্যটাতে মন দিন। নদীবাঁধগুলো মেরামত করুন, তার উপর থেকে বসতি সরান। এই বসতিগুলো আপনার দলকে ঘুষ দিয়েই তৈরী হয়েছে, আর হতে দেবেন না। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করুন, আপনার ক্যাওড়ারা যাতে ত্রিপল চুরি না করে তা নিশ্চিত করুন।”