স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী আজ সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হল দুয়ারে সরকার। উত্তর দিনাজপুরে আজ ১০টি ক্যাম্পের মধ্যমে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের আবেদন পত্র গ্রহন করা হল। আগামী চারটি পর্যায়ে জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি পৌর এলাকায় প্রায় ৭০০ টি ক্যাম্প অনুষ্টিত হবে। এই ক্যাম্পগুলো থেকেই উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।
রায়গঞ্জ কর্নজোড়া হাইস্কুলে উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ক্যাম্পের সূচনা করেন। জেলা শাসক জানিয়েছেন, উপভোক্তাদের বাড়ির কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌছে দিতে দূয়ারে সরকারের আনুষ্ঠানিক উদ্বোধন হল।
রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকেও এলাকার মানুষদের সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে “দুয়ারে সরকার” কর্মসূচীর উদ্বোধন করা হল। রায়গঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিবাটী এলাকায় দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধনে ছিলেন রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নয়ন দাস সহ পুরসভার আধিকারিকরা।
পুর এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় প্রশাসনের কাছে। পুরসভার কর্মী ও আধিকারিকেরা সাধারন মানুষের অভাব অভিযোগ শুনে তা সমাধানের উদ্যোগ নেন।
রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ বলেন, আজ থেকে শুরু হল রায়গঞ্জ পুর এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি। সরকারের নানা জনমুখী প্রকল্পগুলি এবং মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য প্রশাসন এখন থেকে মানুষের দুয়ারে পৌঁছে যাবে।