স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১ ডিসেম্বর:
রাজ্য সরকারের প্রকল্প ‘দুয়ারে সরকার’ কে মরণ কালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার নদিয়ার চাকদহে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে আসেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, এত দিন সরকার মানুষের দুয়ারে থাকার বদলে কি আকাশে ছিল? এই প্রকল্পকে মরণ কালে হরিনাম বলে কটাক্ষ করে বলেন, ৬ বছর আগে করলে তাও হত, কিন্ত এখন আর কোনো লাভ হবে না। যখন সরকারের শ্মশানে যাবার সময় হয়ে গেছে তখন শ্মশান যাত্রীদের সঙ্গে নিয়ে দুয়ারে ঘুরবার কোনও মানে হয় না। দুয়ারে পৌঁছানোর আগেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবে।
বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের প্রচার প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন শিক্ষকরা তৃণমূলে নেই। শিক্ষকদের হয় ভয় দেখিয়ে নামানো হচ্ছে, না হলে শিক্ষক পরিচয় দিয়ে পার্টির ক্যাডারদের বাড়ি বাড়ি প্রচারে পাঠানো হচ্ছে।
তিনি বলেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসে কালীঘাটের দুজন ছাড়া আর কেউ থাকবে বলে আমার মনে হয় না। আমার সাথে ব্যক্তিগতভাবে ১৪ জন বিধায়ক যোগাযোগ রাখছেন। তৃণমূল কংগ্রেসের সরকার সামনের মাসে পশ্চিমবঙ্গে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।