আমাদের ভারত, ২৯ মার্চ: বেশ কয়েকদিন ধরেই নিজের করা মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর করা মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তোপ দাগলেন দিলীপ ঘোষ।
ডায়মণ্ড হারবারে জয়ের মার্জিন বাড়ানোর কথা বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখনো প্রতিপক্ষ ঘোষণা হয়নি। বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণাই করেনি। তাতেই এত টেনশন নেওয়ার কি আছে? উনি যে কি ভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা আরো বাকিরা যারা আছে তারা যা প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য চাপে আছেন তিনি। দেখা যাক ইলেকশন এখনো দেরি আছে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার করা বাঙালি জাতি সম্পর্কের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু আগেও বলেছে। আমার মনে হয়, বাঙালিরা আমরাও এক্ষেত্রে দায়ী। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে, এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে। কেউ বলবে মদ কারা খায় না? বাঙালি কি খায় না? সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ কে খারাপ করেছে আজকে। স্কুলে পড়াশোনা বাদ দিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না। থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি করতে গেলে কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়।
যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে সায়নী ঘোষের করা মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, অনির্বাণদার বিরুদ্ধে বলার কিছু নেই। উনি তো বিজেপির প্রার্থী। বিজেপি বলেই ওকে ভোট দেবে মানুষ। সায়নী ঘোষ কি? কার কি কালচার বোঝাই যাচ্ছে। তৃণমূল মানে সন্দেশখালি।