Dilip Ghosh, Kirti Azad ক’টা ছয় মেরেছেন কীর্তি আজাদ? তৃণমূলের প্রার্থীকে পাল্টা দিলীপ ঘোষের

আমাদের ভারত, ৩০ এপ্রিল:
প্রার্থী হওয়ার পর থেকেই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের দপ্তরেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তিনি রয়েছেন নিজের মতোই। কোনও অভিযোগেই দমে যাননি বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। বরং একইভাবে জনসংযোগে ব্যস্ত তিনি।

তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করেছেন। প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ তাঁকে পাল্টা খোঁচা দিয়েছেন। তাঁর প্রশ্ন, তৃণমূল প্রার্থী নিজে কটা ছয় মেরেছেন? দিলীপের এই প্রশ্নেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাসির রোল ওঠে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, দিলীপ ঘোষ নির্বাচন কেন্দ্রে পা না রাখলেও তাঁকে নিয়ে বিতর্ক হয়। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে কেউ নাম কামায়, কেউ রাজনৈতিকভাবে চমকানোর চেষ্টা করে। আবার তার বিতর্কিত মন্তব্য নিয়ে চ্যানেল চলে।

ইতিমধ্যেই বর্ধমানের বেশ কিছু এলাকায় প্রচার সেরেছেন দিলীপ ঘোষ। কাঁকসার তিনটি জায়গায় প্রচার করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কাঁকসা দু’নম্বর কলোনির বটতলার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বাসস্ট্যান্ডের সামনে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন। কাঁকসার শিলামপুরে একটি মেলায় যান দলীয় কর্মীদের নিয়ে। সেখানেও জনসংযোগ সারেন।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের তাদের ওপিনিয়ন পোলে বিজেপিকে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে অনেকটা পিছিয়ে রেখেছে। সে বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এতদিন ওই কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়নি বলে বিজেপির পিছিয়ে আছে বলা হচ্ছিল। আগামী সপ্তাহে ওপিনিয়ন পোল করে দেখুন বিজেপি কতটা এগিয়ে রয়েছে। তিনি যেখানেই প্রচার করতে যাচ্ছেন সাধারণ মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, বলে দাবি দিলীপ ঘোষের। প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিও দেখা যাচ্ছে তাঁর প্রচারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *