আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০মার্চ: নোয়াপাড়া থানার একটি মামলার তদন্তে নেমে কলকাতার ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হল আট জনকে। তার মধ্যে দু’জন মহিলা। অপরাধীরা বিভিন্ন ধাপে এইচডিএফসি, ইআরজিও-র বিভিন্ন আধিকারিক পরিচয় দিয়ে নিষ্ক্রিয় হয়ে যাওয়া পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুরজিৎ বাগচীর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অছিলায় মোট ১১,৩৭,০১৬ টাকা প্রতারণা করে।
তদন্তকারী অফিসার এস. আই অর্ধেন্দু দেবনাথ তদন্ত কালে প্রযুক্তিগত নজরদারি চালাতে থাকেন। অবশেষে ২৯/০৩/২০২৪ তারিখে ভবানীপুর থানার চৌরঙ্গীর কাছে একটি কল সেন্টারে হানা দেয় তদন্তকারী অফিসার। উদ্ধার হয় ৭টি স্মার্টফোন, ৩৩ টি কি-প্যাড মোবাইল ফোন, প্রচুর নথিপত্র। যা থেকে পাওয়া গিয়েছে অনেক তথ্য। আজ অপরাধীদের আদালতে পাঠানো হয়েছে। দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। সাধারণের কাছে অনুরোধ, এই ধরনের প্রতারণায় আপনারা আমাদের প্রত্যেক থানাতে তৈরি সাইবার বন্ধু কর্নারে অনতিবিলম্বে রিপোর্ট করুন এবং যথাযথ সুরাহা পান।