সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ মার্চ: এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাশীপুরের জোড়থল গ্রামে। গ্রামের কাছে হরনাথ মন্ডল(২২) নামে ওই যুবকের একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, ওই কার্যকর্তাকে খুন করা হয়েছে। তাঁর মুখে কাপড় গোঁজা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বিজেপির যুব মোর্চার মন্ডল সম্পাদক ছিলেন বলে দাবি জেলা সভাপতি বিবেক রাঙার। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
এদিকে এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগানো উচিৎ নয় বলে মন্তব্য করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক খুনের অভিযোগ নেই। মৃতের বাবা মনসা রাম মন্ডল বলেন, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে কাজ করত। বিজেপির সঙ্গে ঘোরাঘুরি করত। গলায় গামছা জড়ানো অবস্থায় পাওয়া যায় ছেলেকে। আমরা চাই পুলিশ তদন্ত করুক।
মৃতের ভাই শচীন মন্ডল বলেন, দাদার ঝুলন্ত দেহ নিয়ে সন্দেহ নিয়ে সন্দেহ রয়েছে।