সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ মার্চ: অবশেষে সিআইডির জালে ধরা পড়লো ভুয়ো শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন। গতকাল রাতে তদন্তকারী সংস্থা সিআইডি তাকে গ্ৰেপ্তার করে।আজ তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, মুর্শিদাবাদের একটি হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের তদন্তে নেমে সিআইডি বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে একটি করে ভুয়ো শিক্ষক নিয়োগের হদিস পায়। মেয়াদ উত্তীর্ণ একটি প্যানেল থেকে নিজের স্ত্রী’কে ২০১৯ সালে নিয়োগ করা হয় বলে অভিযোগ। বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন একই সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি তার স্ত্রী জেসমিন খাতুনকে শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন।
ইন্দপুর ভতরা শ্রীদুর্গা বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক হিসাবে নিযুক্ত হন জেসমিন খাতুন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিআইডি গত ২১ ফেব্রুয়ারি জেসমিনকে গ্ৰেপ্তার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে। আদালত সিরাজউদ্দিনকে স্কুল সার্ভিস কমিশনের পদ থেকে বহিষ্কার ও গ্ৰেপ্তারের নির্দেশ দিলেও সে গা ঢাকা দেয়। সিআইডি তার হদিশ পেতে অনুসন্ধান চালায়। অবশেষে গতকাল সে সিআইডির হাতে ধরা পড়ে।