Arvind Kejriwal, arrested, ED, ইডির হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আমাদের ভারত, ২১ মার্চ: লোকসভা নির্বাচনের আগে বড়সড় নাটকীয় ঘটনা নয়া দিল্লিতে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি।

আফগারি দুর্নীতি কাণ্ডে জেরা করার জন্য নয়বার কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু কেজরিওয়াল হাজিরা দেননি। এর বদলে দিল্লির মুখ্যমন্ত্রী আইনি লড়াই এর পথে হাঁটার চেষ্টা করেছেন। কিন্তু সেই চেষ্টা এদিন মুখ থুবড়ে পড়েছে। দিল্লি হাইকোর্ট তাঁকে কোনো রক্ষা কবচ দিতে রাজি হয়নি। আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

তারপরেই সন্ধেবেলায় তাঁর বাড়িতে পৌঁছে যায় ১২ জনের ইডি আধিকারিকের দল। রাত ন’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। এবার সেই কাণ্ডের সূত্রে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জানাগেছে, বাজেয়াপ্ত করা হয়েছে কেজরিওয়ালের ফোন। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে তাঁকে হাজির করানো হবে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিসী জানিয়েছেন, কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। দেশের ইতিহাসে কেজরিওয়াল প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। তবে তার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *