Brahmos, Missiles, পাকিস্তানের বিরুদ্ধে সফল ভাবে ব্যবহৃত ব্রহ্মোস নিয়ে হৈচৈ পড়েছে বিশ্বে, একাধিক দেশ ভারতের তৈরি মিসাইল কিনতে আগ্রহী

আমাদের ভারত, ১২ মে: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ কিছুটা কমার ইঙ্গিতের মধ্যেই ভারতের একটি ক্ষেপণাস্ত্র নিয়ে সারা বিশ্ব আলোচনা শুরু করেছে। অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতে তৈরি এই ক্ষেপনাস্ত্র। ব্রহ্মোস, যাকে ভারতে ব্রক্ষ্মাস্ত্র বলা হচ্ছে। এখন পুরো বিশ্ব এই ক্ষেপণাস্ত্রের বড় ভক্ত। জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র কেনার কথা বিবেচনা করছে ১৭টি দেশ।

ব্রহ্মোস কেনার তালিকায় রয়েছে চিনের শত্রু এবং ভারতের বন্ধুর নামও। চীনের শত্রু দেশ হিসেবে পরিচিত ফিলিপাইনের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি পছন্দ হয়েছে। ফিলিপাইন ভারতের সঙ্গে ৪ হাজার কোটি টাকায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। ফিলিপাইন ইতিমধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেয়েছে। এটি ছিল ভারতের প্রাপ্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম রপ্তানির বরাত।

ভারতের বন্ধু দেশ ফিলিপাইন তিনটি ব্যাটারি ক্ষেপণাস্ত্র কিনেছে। বলা হচ্ছে এগুলোর মাধ্যমে তারা দক্ষিণ চিন সাগরে চিনকে মোকাবিলা করতে চাইছে। তাই সেখানে এগুলি ব্যবহার করা হবে।

ইন্দোনেশিয়াও ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার কথা বিবেচনা করছে। ৪৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তির কথা আলোচনার মধ্যে রয়েছে। আফ্রিকান দেশ, ল্যাটিন আমেরিকার দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশ গুলিতেও জনপ্রিয় হয়েছে ব্রহ্মোস। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলিও ব্রহ্মোসে বিশেষ আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা এটিকে সুখোই-৩০ যুদ্ধ বিমানে সজ্জিত করতে চায়।

এই প্রথম ভারত কোনো দেশের উপর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। আর সেই পরীক্ষায় সম্পূর্ণ সফল হয়েছে ভারত। এমন পরিস্থিতিতেই ভারতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের উপর অন্যান্য দেশের বিশ্বাসযোগ্যতাও বেড়েছে। ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র রপ্তানির লক্ষ্য রাখে ভারত। সেই লক্ষ্য অর্জনে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *