আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ মে: জলপাইগুড়ি টাউন স্টেশনে চার বার স্বামী বিবেকান্দ এসেছিলেন। সোমবার স্বামী বিবেকান্দের স্মৃতির উদ্দেশে একটি ফলকের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সঙ্ঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এদিন স্টেশন চত্বরে রেলের আধিকারিক ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে ফলকের উদ্বোধন করলেন স্বামী গৌতমানন্দজী মহারাজ। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ সহ অনেকে।
১৮৯৭ সাল থেকে ১৯০১ সালের মধ্যে চারবার দার্জিলিং মেল ট্রেনে জলপাইগুড়ির টাউন স্টেশনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সময় উত্তরবঙ্গের একটি প্রধান রেল স্টেশন ছিল জলপাইগুড়ি টাউন স্টেশন৷ এই স্টেশনে নেমে তিনি দার্জিলিং গিয়েছিলেন। ৪০ মিনিট স্টেশনে দাঁড়িয়েছিল দার্জিলিং মেল, সেই সময় নিশ্চই এই স্টেশন স্বামী বিবেকানন্দের পদধূলিতে ধন্য হয়েছিল। ১৮৯৭ সালের ১৯ মার্চ, ১৮৯৭ সালের ২৪ মার্চ, ১৮৯৮ সালের ৩১ মার্চ ও ১৯০১ সালের ৮ আগস্ট স্টেশনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ৷ রেল ও রামকৃষ্ণ মিশন আশ্রমের যৌথ উদ্যোগে স্টেশনে ফলের উদ্বোধন করা হল।
সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “জলপাইগুড়ি আশ্রমের মহারাজ প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব ভাল ছিল এই কারণে রেলের সঙ্গে কথা বলে স্বামী বিবেকানন্দের ফলকের উদ্বোধন হল। রেলের কাজ সম্পূর্ণ হলে স্টেশনে স্বামী বিবেকানন্দের মূর্তি হোক কিংবা ফলক করে জীবন কাহিনী তুলে ধরা হবে।”