Birbhum, Acid, বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড, বীরভূমে গ্রেফতার অভিযুক্ত যুবক

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৩১ মার্চ: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ধানঘড়া করমজি গ্রামে। কিশোরীর দাদার অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আবু শেখ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। সে মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করে। সেখান থেকেই ‘ফেসবুকে’ পরিচয় হয় পাইকর থানার ধানঘড়া করমজি গ্রামের কিশোরীর সঙ্গে। জখম কিশোরী বর্তমানে স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মাস তিনেক ধরে ফেসবুকের মাধ্যমেই দু’জনের প্রেমালাপ চলে। ইদ উপলক্ষে শনিবার গ্রামের বাড়িতে ফেরে আবু। তার আগেই দু’জনের মধ্যে প্রথমবার সাক্ষাতের কথা হয়েছিল। সেই মতো আবু কিশোরীর ধানঘড়া করমজি গ্রামে পৌঁছে যায়। কিশোরীর দাবি, আবু তাকে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে মুখে ছুঁড়ে দেয়। কিশোরী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। ইতিমধ্যেই গা ঢাকা দেয় যুবক। খবর পেয়ে রাতেই কিশোরীকে রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরী বলে, “আমি সাইকেল নিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম। আগে থেকেই আবু রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এরপর আমাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যায়। বলে আজকেই বিয়ে করতে হবে। আমি বলেছিলাম দুই বাড়িতে বিষয়টা জানাতে। বাড়ি বিয়েতে রাজি না হলে তখন দেখা যাবে। কিন্তু তাতে রাজি হয়নি আবু। আমার মোবাইল কেড়ে নেয়। আমি মোবাইল দেওয়ার জন্য চাপ দিতে থাকলে পকেট থেকে অ্যাসিড বের করে মুখে ছুঁড়ে মারে। আমার মুখে, হাতে এবং ঘাড়ে অ্যাসিড লেগে পুড়ে যায়।”

কিশোরীর দাদার মেহেবুব মোল্লা বলেন, “বোনের উপর যে হামলা করেছে তার শাস্তি দিতে হবে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।”

এব্যাপারে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *