আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: রাজ্যে কর্মসংস্থান ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে বার বার সরব হতে দেখা যায় বিজেপিকে। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলিও রাজ্যে লাগুর বিষয়ে তৃণমূল সরকারের অনীহার অভিযোগ করেন তারা। এমনই আরো একটি প্রকল্প নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। শেষে নিজে সেই প্রকল্প বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন তিনি। কারণ এর ফলে রাজ্যে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, কেন্দ্রের বাম্বু মিশনের কাজ রাজ্যে বাস্তবায়নের জন্য নূন্যতম পদক্ষেপটুকুও করেনি পশ্চিমবঙ্গ সরকার। অথচ এটা রাজ্যে কর্মসংস্থানের নয়া দিশা দেখাতে পারে। ঠিক যেমন অসম ত্রিপুরায় হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ২০০৬ সাল থেকে দেশে বাম্বু মিশন চলছে। উত্তর পূর্বের রাজ্য গুলির সাথে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং বাংলাতেও এই মিশনের অধীনে কাজ শুরু করার কথা। ২০১৮-১৯ সালে কেন্দ্র প্রধানমন্ত্রী কৃষি উন্নতি যোজনা মাধ্যমে এই মিশনটিকে আবার নতুনভাবে শুরু করেন ও ২০২৫-২৬ পর্যন্ত এই মিশনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য আজ পর্যন্ত কোনো নোডাল এজেন্সি পর্যন্ত নিযুক্ত করেনি। নোডাল এজেন্সি এই বাম্বু মিশনকে রাজ্য স্তরে ইমপ্লিমেন্ট করবে। অথচ ত্রিপুরা, অসম এই মিশনকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষকে হাতের কাজ শিখিয়ে বাঁশের তৈরি জিনিসপত্র বিদেশে পর্যন্ত রপ্তানি করছে।
সুকান্ত মজুমদার জানান, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে বাংলায় এই মিশনের কাজ শুরু করার জন্য পদক্ষেপ করতে বলেন। এরপর শিবরাজ সিং- এর দপ্তর থেকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে এই বিষয়ে চিঠি দেওয়া হলেও তার কোনো উত্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফে আসেনি। ফলে বাধ্য হয়ে শিবরাজ সিং চৌহানের দপ্তরের তরফেই পশ্চিমবঙ্গে কাজ করার জন্য নোডাল এজেন্সি নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গে কাজ করার জন্য নোডাল এজেন্সি হিসেবে এনইসিবিডিসি অর্থাৎ নর্থ ইস্টার্ন কেইন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলকে নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে উত্তরবঙ্গ সহ রাজ্যের যেখানে যেখানে বাঁশ উৎপাদন হয় সেখানে বাঁশের জিনিসপত্র তৈরি করতে শেখানোর জন্য ট্রেনিং সেন্টার খোলা হবে। আর সেখান থেকে হাতের কাজ শিখে বাঁশের তৈরি ঘর সাজানো জিনিস বিক্রি করে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সুকান্ত মজুমদার জানান, এখন বাঁশ থেকে কেবল ঘর সাজানোর জিনিস তৈরি হচ্ছে তা নয়, এখন বাঁশ থেকে শাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে। আগামী দিনে এই সমস্ত জিনিস তৈরি হবে পশ্চিমবঙ্গেও। আর এই বাম্বু মিশনের কাজ হবে বালুরঘাট লোকসভা থেকেই।