পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আজ মেদিনীপুরে জেলা কার্যালয়ের সামনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এআইসির সেক্রেটারি আম্বা প্রসাদ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় সহ আরো অনেকে।
মূলত জেলার সাংগঠনিক অবস্থা কোন স্তরে রয়েছে এবং আগামী দিনে কী কী কর্মসূচি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের এই সভায় সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়েও আলোচনা হয়। শুধু তাই নয়, এদিন ব্লক ধরে ধরে অঞ্চল এবং বুথের অবস্থা শোনেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান তিনি। পাশাপাশি আর জি কর ইস্যু এবং সংসদে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে একহাত নেন দু’জনেই।