পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: ভারী বৃষ্টি আর জল বাড়ার ফলে পলাশপাই খালের উপর থাকা বাঁশের সেতু নড়বড়ে হয়ে গেছে। সেতুর সামনে এসে জড়ো হয় কচুরিপানা, যা সেতুটিকে আরো দুর্বল করে তুলেছিল। এই সেতুর এক প্রান্তে পূর্ব মেদিনীপুরের সাহালাজপুর, আর অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ধর্মা। এই সেতুর উপর দিয়েই ৬টি গ্রামের মানুষ যাতায়াত করেন। তাই কাল বিলম্ব না করে শনিবার সকাল থেকেই সেতু রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েন দুই পাড়ের মানুষ। চাঁদা তুলে বাঁশ, কাঠ, দড়ি কিনে শুরু হয় সাঁকো সংস্কারের কাজ। জীবনের ঝুঁকি নিয়ে গভীর জলে নেমেই কয়েক ঘন্টা ধরে সমস্ত কচুরিপানা তুলে ফেলা হয় খালের পাড়ে। এভাবেই রক্ষা পায় দুই মেদিনীপুরের সংযোগকারী কাঠের সেতু।
গ্রামবাসীরা জানান, এরপর আবার ভারি বৃষ্টি হলে আর রক্ষা করা যেত না। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য শ্যামসুন্দর দলুই জানান, এটা তাঁরা স্থানীয় ব্লক প্রশাসনের কাছে জানিয়েছেন। কোনো সুরাহা না হওয়ায় নিজেরাই উদ্যোগ নিয়ে সেতু বন্ধনের কাজ করলেন।