পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: লরির ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাম্পার ও ট্রাফিক পুলিশ দাবি করেছেন তারা, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির চেক পোস্ট সংলগ্ন এলাকায় চন্দ্রকোনা থেকে আরামবাগগামী রাজ্য সড়কের ওপর।
মৃত যুবকের নাম শামিম আক্তার (২২), বাড়ি চন্দ্রকোনার কালাপাট গ্রামে। বিক্ষোভকারীদের দাবি, আটক করতে হবে গাড়ি ও তার চালককে। এমনকি মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণও দিতে হবে। এমনই দাবি তুলে মৃতদেহ রাজ্য সড়কে ফেলে চলে বিক্ষোভ। যদিও চন্দ্রকোনা পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে।