CM, Festival, মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ প্রসঙ্গে মন্তব্য নির্যাতিতার মায়ের

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: সোমবার সাধারণ মানুষকে ‘উৎসবে ফিরে আসুন’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কড়া সমালোচনা করলেন নির্যাতিতার মা।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন, ”দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন। কিন্তু সকলে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন, তাঁরা যদি পারেন ফিরতে তাহলে ফিরবেন। আমার কিছুই বলার নেই। আমার ঘরেও দুর্গাপুজো হত, আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না।

আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। আমি কী করে বলব মানুষকে উৎসবে ফিরতে? এক মাস হয়ে গিয়েছে। যদি মুখ্যমন্ত্রীর পরিবারে এই ঘটনা ঘটত তাহলে পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, এখন আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কী বলব।

দিদি যে আমাদের নামে মিথ্যা কথা বলছেন, আমাদের মেয়ে চলে গেছে, এখন আমরা মিথ্যা কথা বলব? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো, আর কোনওদিনই তো আসবে না বাড়িতে মেয়েটা আমার।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেঁদে ফেললেন নিহত চিকিৎসকের মা।

রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল করেছে রাজ্য। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই প্রতিক্রিয়া জানান নির্যাতিতার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *