আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: ভোটের আগে সভা-সমাবেশে ‘বহিরাগত’দের ওপর উষ্মা প্রকাশ করে দিনের পর দিন স্থানীয় আমজনতার মন পাওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে অন্য রাজ্যে আক্রান্ত একাধিক বঙ্গসন্তানের মৃত্যুর পর তোপ দাগলেন তিনি।
বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভিন্নধর্মী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে পরিযায়ী শ্রমিক নিয়ে ওড়িশার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, শুনছি ওখানে বাংলায় কথা বললেই মারধর করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক তো ওড়িশায় কাজ করেন। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা মনে রাখবেন বিভিন্ন রাজ্যের দেড় কোটি শ্রমিক এখানে আছে। আমরা কারও ক্ষতি করি না। কিন্তু, ওড়িশায় আমাদের শ্রমিকদের মারা হচ্ছে।
দিন দুই আগে মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর গ্রামের মতি আলিকে রাজস্থানের জয়পুরে তাঁর সহকর্মীরা পিটিয়ে খুন করেছেন, তা নিয়ে নিশ্চিত সবাই৷ যদিও রাজস্থানের পুলিশ এই ঘটনায় কী মামলা করেছে, তা এখনও জানা যায়নি৷ রবিবার জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুরে একটি মিছিল করে৷