আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: কাঁথি শহরে কিছুদিন আগে খোলা শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রের দখল নিল তৃণমূল কংগ্রেস। রাতারাতি গেরুয়া থেকে রং বদলে হয়ে গেল নীল সাদা।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরে কাঁথি শহরের রূপসী বাইপাসের ধারে ব্যবসায়ী সমিতির একটি অফিস ঘর গেরুয়া রং করে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের নামে বোর্ড টাঙ্গানো হয়। আজ সকালে দেখা গেল সেই গেরুয়া রঙের ওপর সাদা নীল রং চাপিয়ে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের বোর্ড খুলে দিয়ে তৃণমূলের পাটি অফিস করে মমতার ছবি টানানো হয়। এই ধরনের পরিবর্তনের ফলে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার মানুষ তথা কাঁথির মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই অফিস ঘরটি।
এই শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রের অফিস ঘরটি দায়িত্বে থাকা শুভেন্দু অনুগামী কনিস্ক পান্ডা জানান, ওটা ব্যবসায়ী সমিতির অফিস, কোনও পার্টির অফিস নয়। ছোট ব্যবসায়ীদের কল্যাণের কাজে লাগে। ওখানে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। ওখানে কোনও পার্টির কাজ হয় না। শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রটি আজ জোর করে দুষ্কৃতিকারীদেরকে দিয়ে দখল করেছে অখিল গিরি দিদির নির্দেশে। দিদিকে বলব, পার্টি অফিস দখল করে ভোটে জেতা যায় না। ভোটে জিততে হলে জনতার হৃদয়কে দখল করতে হয়। তাই বলব মানুষের হৃদয় জয় করুন দেখবেন আপনার পর্টি তরতর করে এগিয়ে যাচ্ছে। আর যত পার্টি অফিস ভাঙ্গবেন ততো আপনার ২১ সালে যাওয়ার রাস্তা সাফ সুতরো হয়ে যাবে। এ বিষয়ে অবশ্য তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।