আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ ডিসেম্বর : বিধায়কের পদ থেকে পদত্যাগ করার পরে প্রথম অরাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আজ তমলুকের নিমতৌড়িতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সংস্থার সভাপতি শুভেন্দু অধিকারী।
ঁ
অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ‘‘ ওই একুশ মাসের তাম্রলিপ্ত সরকারকে বৃটিশরা ফেলে দিতে পারেনি। প্রতিবছর এই দিনটি উদ্যাপিত হয়। এ বার অনেক বেশি সংবাদমাধ্যমের লোক এসেছেন। যারা এই ইতিহাস জানে না, তারা শুধু ভোট চায়!’’ শুভেন্দু অধিকারী আরো বলেছেন, ‘‘ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও— শুধু এর মধ্যে আটকে থাকলে চলবে না। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আছে, থাকবে। কিন্তু তার সঙ্গে এই ইতিহাসও থাকবে।’’
মন্ত্রিত্ব ও বিভিন্ন সংস্থার পদত্যাগের পরে গতকাল বিধায়কের পদ ত্যাগ করেন শুভেন্দু অধিকারী। আজ দলও ত্যাগ করেছেন তিনি। তার আগামী দিনে বিজেপিতে যোগদান এবং আগামী পরিকল্পনা নিয়ে জল্পনা তুঙ্গে। তাই অনুগামী সহ সবাই আশা করেছিলেন, আজকের মঞ্চ থেকে দেওয়া ভাষণে তিনি কি বলবেন বা কি দিশা দেবেন অনুগামীদের তার জন্য। তিনি অবশ্য খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের সভা ত্যাগ করেন। সভামঞ্চে যাওয়ার আগে তিনি স্মৃতিসৌধের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মনীষীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সভার শেষে তিনি আবার বর্ণাঢ্য শোভাযাত্রা যোগদান করেন সভা মঞ্চ থেকে তিনি নিমতৌড়ি প্রাথমিক স্কুল পর্যন্ত বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে হেঁটে যান এবং সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।